রাখাইনে জাহাজডুবিতে অন্তত ১৮ জন নিহত

রিপোর্টারের নাম
  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৪৯২ Time View

রাখাইন প্রদেশের মানাউং শহরে গত সোমবার মিয়ানমার বন্দর কর্তৃপক্ষের একটি জাহাজডুবিতে অন্তত ১৮ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির দমকল বাহিনী বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের দৈনিক ইরাবতী।

ইরাবতীর প্রতিবেদেন বলা হচ্ছে, জাহাজডুবির ঘটনায় দমকল বাহিনীর ১০ সদস্যের সমন্বয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। ‘বুল এলিফ্যান্ট’ নামের ওই জাহাজটিতে মোট ২৫ জন সদস্য ছিল বলেও জানিয়েছে তারা।

দমকল বাহিনীর প্রধান উ থ দার ইরাবতীকে বলেন, ‘বুল এলিফ্যান্ট নামের একটি জাহাজ ২৫ জন যাত্রী নিয়ে মানাউং শহরের লেট পেট তোয়া দ্বীপে একটি লাইট হাউস মেরামতের জন্য যাচ্ছিলেন। যাত্রাপথে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।’

অন্যান্য কর্মকর্তাদের বরাত দিয়ে ইরাবতীর প্রতিবেদনে জানানো হচ্ছে, জাহাজডুবির ঘটনায় সাতজন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেন নি।

মিয়ানমার বন্দর কর্তৃপক্ষ বলছে, নিহতরা তাদের কর্মী কি-না তা এত দ্রুত নিশ্চিত হতে পারছেন না তারা। বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, ‘জাহাজডুবির কারণ আমরা এখনো জানতে পারিনি। আমাদের একটি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

রাখাইনের প্রদেশিক পরিষদের আইনপ্রণেতা উ বো নওয়ে বলেন, ‘আমরা শহরের বাসিন্দাদের কাছ থেকে এটা জানতে পেরেছি যে পানিতে ডুবে থাকা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। উপকূল থেকে চার মাইল দূরে জাহাজডুবির ঘটনাটি ঘটেছে।’

মানাউং শহরের প্রশাসক উ মিন্ট হ্লেইং বলেন, ‘আমি শুধু এটা জানতে পেরেছি ডুবে যাওয়া ওই জাহাজটিতে ২৫ জন যাত্রী ছিল।’

More News Of This Category

© All rights reserved © 2021 Ithostpark.com

Developed By: Ithostpark.com
ithostparkba